জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করছি যে অন্য ধর্মের মানুষ আমাদের কাছে বেশি নিরাপদ।
তিনি বলেন, ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালুঘুরা মানবিক অধিকার ও সমমর্যাদা নিয়ে এই দেশে বসবাস করতেছে। ভারত বাংলাদেশে এসে শিখতে পারে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।
শনিবার (২৫ অক্টোবর) হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাবেদার সকলের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিল। হাসিনা ইসলামপন্থীদের এ দেশে উনমানুষ বানিয়ে রেখেছিল। হাসিনা ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছে৷
তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলা হবে।









