Advertisements
ঈদের তৃতীয় দিনে ভীড় কম থাকায় নির্বিঘ্নে রাজধানীতে আসছে মানুষ। কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, লম্বা ছুটি হওয়ায় স্টেশনে চাপ কম, ট্রেনের শিডিউলেও কোন বিপর্যয় নেই। তবে ইদের ছুটি শেষ করে মানুষ ঢাকা ফিরতে শুরু করলে রেলপথে চাপ বাড়বে।








