Site icon চ্যানেল আই অনলাইন

হাসপাতালেই বড়দিন পালন করবেন অসুস্থ পেলে

ঠিকঠাক যাচ্ছে না ‘কালো মানিক’ খ্যাত পেলের। শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার, পারছেন না খেতেও। অবস্থার অবনতি বাজভাবে হওয়ায় হাসপাতালে থাকার সময় বাড়ছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির। অসুস্থতার জন্য এবছরের বড়দিনেও বাড়ি যেতে পারবেন না, উদযাপন করতে হবে হাসপাতালেই।

ব্রাজিলের রিও ডি জেনেরিওর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে গত নভেম্বর থেকে ভর্তি হয়ে আছেন ফুটবল সম্রাট। অবস্থার অবনতি হওয়ায় এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। তার মেয়ে কেলি নাসিমেন্টো জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য বাড়িতে বড়দিনের অনুষ্ঠান বাতিল করছেন। হাসপাতালে পেলের সঙ্গেই উদযাপন করবেন।

‘আমাদের পরিবারের বড়দিনের অনুষ্ঠানটি বাতিল করছি। কারোর মন ভালো নেই। বাবার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। এখন সব কিছুই স্রষ্টার হাতে। আমরা প্রার্থনা করছি, বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। এবারের বড়দিন হাসপাতালেই কাটাতে হবে।’ বলেছেন পেলের মেয়ে।

বিশ্বকাপ চলাকালীন অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তার দেহে ক্যান্সার অন্তিম পর্যায়ে পৌঁছেছে। মাঝে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সংকটজনক অবস্থা থেকে ফিরে নিজেই জানিয়েছিলেন ঠিক থাকার কথা। তবে আবারও অসুস্থ হয়ে পড়েছেন পেলে। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না।

হাসপাতাল সূত্র বলছে, খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ফুটবল সম্রাট। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যাও প্রকট হচ্ছে। কোলন ক্যান্সার কিডনিতেও ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেলেকে সুস্থ রাখতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন।

Exit mobile version