শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে শুরু হয়েছে। সমাবেশ কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরাদের পদচারণায় মুখর রয়েছে।
বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
সমাবেশ শুরুর আগে দুপুর আড়াইটা নাগাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন যুবলীগ প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এছাড়া রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।
দুপুর আড়াইটা নাগাদ জিরো পয়েন্ট থেকে গুলিস্তানমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাড. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দীন নাছিম উপস্থিত হয়েছেন।
সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মঞ্চ থেকে বলা হয়, নগর আওয়ামী লীগের এই সমাবেশে লক্ষ্যাধিক নেতাকর্মীর অংশগ্রহণ তারা প্রত্যাশা করছেন।







