যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে একটি ‘অকাজের সংস্থা’ হিসেবে আখ্যায়িত করে জানান, তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, বোর্ড অব পিস-এর লক্ষ্য হলো বৈশ্বিক সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পন্থা তৈরি করা।
প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ কি জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে? এর জবাবে তিনি বলেন, হতে পারে। জাতিসংঘ খুব একটা কাজের নয় এবং কোনো যুদ্ধ বা সংঘাতের মীমাংসায় কখনও এই সংস্থার শরণাপন্ন হওয়ার কথা ভাবিনি।
সম্প্রতি গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির লক্ষ্যে বিশ্বনেতাদের নিয়ে বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দিতে তিনি বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। ট্রাম্পের নেতৃত্বাধীন এই উদ্যোগে স্থায়ী সদস্য পদ পেতে ১০০ কোটি ডলার অনুদানের শর্তও রাখা হয়েছে।









