ওয়ানডে বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে বাবর আজমকে দেয়া হয়েছিল। শাহিন শাহ আফ্রিদি সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব পান। যদিও টি-টুয়েন্টির নেতৃত্ব থেকে এই পেসারকে গত রোববার সরিয়ে দেয়া হয়েছে। তার জায়গায় বাবরকে আবারো দায়িত্ব প্রদানের কারণ জানালো পিসিবি।
পিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা দেয়। শাহিনকে সরিয়ে দেয়ার কারণ হিসেবে কাজের চাপ কমানোর বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যদিও শাহিন আফ্রিদি নিঃসন্দেহে নিজেকে তারকা ফাস্ট বোলার হিসেবে প্রমাণ করেছেন। বছরের পর বছর ধরে পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দেয়া শাহিনকে বোর্ড তার সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে বিশ্রামের গুরুত্বকে স্বীকার করে।’
‘এই সিদ্ধান্তটি খেলোয়াড়দের দীর্ঘদিনের সেবা দেয়া প্রতিশ্রুতি রক্ষার সাথে বোর্ডের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে গত দুই বছরে পেসারদের চোটের কথা বিবেচনা করা হয়েছে। কাজের চাপের কথা মাথায় রেখে, প্রধান বোলারদের ভালো থাকার বিষয়টি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।’
‘ ২০২২ সালে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে বোর্ড যে সমস্যায় পড়েছিল, যেখানে শাহিনকে বেশ ভালোভাবে দেখেশুনে রাখতে হয়েছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে দল নাসিম শাহকে না পাওয়ার মতো পরিস্থিতির কথাও বিবেচনা করেছে। বোর্ড চায় না যে, জাতীয় দল বোলিং আক্রমণে সংকটে পড়ুক।’







