চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চে নারীকে খুন করে ব্রুনাই, ৪ বছর পর দেশে ফিরলে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 12, অক্টোবর 2023
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

পরকীয়া প্রেমিকাকে ঢাকায় এনে বিয়ের আশ্বাসে ২০১৯ সালের ১৬ জুন চাঁদপুর থেকে লঞ্চে রওনা দেন। লঞ্চের কেবিনেই ওই নারীকে খুন করে সকালে ঢাকায় নেমে যান দেলোয়ার মিজি (৪৪)। প্রায় ৪ বছর পরে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সেবছর ১৭ জুন সকালে মিতালি-৭ লঞ্চের কেবিন থেকে নিলুফা বেগম (৫৭) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তবে লঞ্চের কেবিন বুকিংয়ে খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে নিলুফারের প্রতিবেশী জাহাঙ্গীরের নাম। আর যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেটি বন্ধ।

এদিকে, পুলিশ হাজিগঞ্জে ভিকটিম নিলুফার এলাকায় খোঁজ নিয়ে জানতে পারে এলাকার মুদি দোকানির নাম জাহাঙ্গীর। তবে ঘটনার দিন জাহাঙ্গীরের অন্যকোথাও যাওয়ার প্রমাণ নেই।

ক্লুলেস এই মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা সন্দেহ করেন নিলুফার আরেক প্রতিবেশী দেলোয়ারকে। কিন্তু ততোদিন দেলোয়ার ব্রুনাই পাড়ি দিয়েছেন। রহস্যের কোন কুলকিনারা করতে না পারে অপেক্ষা করতে থাকেন তদন্ত কর্মকর্তারা, যাতে অপরাধী বুঝতে পারেন এ ঘটনায় পুলিশের আর কোন আগ্রহ নেই।

দীর্ঘ প্রায় সাড়ে চার বছর অপেক্ষার অবসান ঘটে দেলোয়ার মিজির দেশে ফেরত আসার মাধ্যমে। গত ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পর ঢাকার বিমানবন্দর থেকে দেলোয়ারকে হেফাজতে নেয় পিবিআই। কোন ক্লু না থাকা এবং দেলোয়ার স্বীকার না করায় অপেক্ষা আরও বাড়তে থাকে।

একপর্যায়ে দেলোয়ারের মোবাইলে হোয়াটসঅ্যাপে এক প্রতিবেশীকে পাঠানো একটি ভয়েজ মেসেজের সূত্র ধরে উদঘাটন হয় রহস্যের। একপর্যায়ে হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেন দেলোয়ার।

যা ঘটেছিল ৪ বছর আগে
ভুক্তভোগী নিলুফা বেগম (৫৭) ২০১৯ সালের ১৬ জুন রাত ১০ টার দিকে ঢাকায় আসার জন্য চাঁদপুর থেকে মিতালি-৭ লঞ্চের এস-৩০৯ নম্বর কেবিনে ওঠেন। পরদিন সকাল ৯ টার দিকে লঞ্চের কেবিন বয় ভিকটিমের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পিবিআই এর ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভিকটিমের পরিচয় শনাক্ত করে। থানা পুলিশ ভিকটিমের পরিবারকে বিষয়টি জানালে ভিকটিমের ভাই মনির হোসেন এসে লাশ শনাক্ত করেন।

লঞ্চের বুকিং রেজিস্টারে নিলুফার প্রতিবেশী জাহাঙ্গীরের নাম এবং মোবাইল নাম্বারটি ছিরো ভিকটিমের। নিহত নিলুফা বেগমের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীরের সখ্যতা থাকায় তাকে সন্দেহ করে মামলার আসামি করা হয়।

নিহত নিলুফা বেগম

থানা পুলিশের প্রায় ১ মাসের তদন্তের পর মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের অপেক্ষার পর মামলাটির রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।

যেভাবে চলে তদন্ত
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই সালেহ ইমরান আসামি ভিকটিমের প্রতিবেশী জাহাঙ্গীরের ব্যাপারে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। কিন্তু ঘটনার আগে-পরে জাহাঙ্গীরের কোন মুভমেন্ট না পাওয়ায় অন্যপথে হাঁটতে থাকেন তদন্তকারী কর্মকর্তা।

তদন্তে ভিকটিমের সঙ্গে একই গ্রামের একটি মোবাইল নাম্বারে যোগাযোগ দেখে সেখানে খোঁজ নেওয়া হয়। দেখা যায়, সে নাম্বারটি প্রতিবেশী এক মহিলার। ওই মহিলার সঙ্গে ভিকটিমের মাঝে মধ্যে কথা হতো বলে জানা যায়। তবে ওই মহিলা পুলিশকে জানায়, তার ব্রুনাই প্রবাসী স্বামী দেশে ফিরলে মাঝে মধ্যে তার মোবাইলটিই ব্যবহার করেন। তবে তিনি ২৬ জুন ব্রুনাই চলে গেছেন।

একপর্যায়ে ব্রুনাই প্রবাসী দেলোয়ার মিজির সঙ্গে ভিকটিম নিলুফার পরকীয়া সম্পর্কের বিষয়টি সন্দেহ হয়। পিবিআই দেলোয়ার মিজির পাসপোর্ট নম্বর সংগ্রহ করে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, এরমধ্যে আমরা ওই এলাকায় কোন তৎপরতা দেখাইনি। যাতে সবাই বুঝতে পারে পুলিশের এ নিয়ে আর কোন আগ্রহ নেই। আমরা দেলোয়ারের দেশে ফেরার অপেক্ষা করতে থাকি।

দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে অপেক্ষার পর গত ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ঢাকার বিমানবন্দর থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসে রহস্য।

যেভাবে রহস্য উদঘাটন
পিবিআই জানায়, প্রাথমিকভাবে দেলোয়ার কোনভাবেই ভিকটিম নিলুফার সঙ্গে তার কোন সম্পর্ক বা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করছিলেন না। তার সাথে থাকা মোবাইল ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন জানান, তাই সেটিও খোলা যাচ্ছিলনা।

একপর্যায়ে পিবিআই’র তদন্ত কর্মকর্তারা র‍্যানডম পাসওয়ার্ড বসিয়ে ফোনটি আনলক করতে সক্ষম হন। খুঁজতে খুঁজতে তার হোয়াটসঅ্যাপে এক প্রতিবেশীকে পাঠানো একটি ভয়েজ মেসেজেই বেরিয়ে আসে ক্লু।

দেশে আসার কিছু দিন আগে পাঠানো ওই ভয়েস মেসেজে ভিকটিম লিলুফা হত্যা মামলার খোঁজ খবর নিতে বলেন এবং মামলা শেষ করতে যদি টাকা পয়সাও লাগে সেটার ব্যাপারে খোঁজ খবর নিতে বলেন। দেশে আসলে সমস্যা হবে না এমন আশ্বাসেই তিনি ব্রুনাই থেকে বাংলাদেশে আসেন।

এরপর এ বিষয়ে ব্যপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দেলোয়ার মিজি লিলুফা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

যে কারণে হত্যা
জিজ্ঞাসাবাদে দেলোয়ার মিজি জানায়, ভিকটিম নিলুফা বেগমের স্বামী ২০১৫ সালে মারা যান। বাড়িতে তিনি একাই থাকতেন। ২০১২ সালের দিকে ভিকটিমের বাড়িতে কাঠ মিস্ত্রীর কাজের সুবাদে তার সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। ২০১৭ সালে সে ব্রুনাই চলে গেলে ভিডিও কলের মাধ্যমে তাদের মধ্যে কথা বার্তা চলতে থাকে।

দেলোয়ার মিজি ২০১৯ সালের ২৮ এপ্রিল ২ মাসের ছুটিতে দেশে আসেন। দেশে আসার পর সে ভিকটিম নিলুফার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তখন ভিকটিম নিলুফা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। সে ভিকটিম নিলুফাকে বিয়ে করবে বলে সময়ক্ষেপণ করতে থাকলে ভিকটিম নিলুফা তার বাড়িতে গিয়ে উঠবে বলে হুমকি দিতে থাকে। দেলোয়ার মিজির বড় মেয়ের বিয়ের আয়োজন করা হলে ভিকটিম নিলুফা সেখানে গিয়ে সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে দিবে বলে হুমকি দেয়।

দেলোয়ার মিজি ভিকটিমকে কিছুদিন অপেক্ষা করতে বলে এবং বিদেশ যাওয়ার আগেই তাকে বিয়ে করে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। ভিকটিম নিলুফা ১৩ বছরের বড় হওয়ায় দেলোয়ার মিজি এই বিয়েতে রাজি ছিলনা। মান সম্মানের কথা চিন্তা করে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ১৬ জুন দেলোয়ার নিলুফাকে বিয়ের কথা বলে ঢাকায় নিয়ে আসার জন্য লঞ্চে রওনা দেন। ভিকটিমের প্রতিবেশী মুদির দোকানদার জাহাঙ্গীরের নাম এবং ভিকটিমের মোবাইল নম্বর ব্যবহার করে লঞ্চের কেবিন বুকিং করেন।

নিলুফাকে হত্যা করে দায় জাহাঙ্গীরের উপর সুকৌশলে চাপিয়ে দেওয়ার জন্যই জাহাঙ্গীরের নাম ব্যবহার করে সে। কারণ সে জাহাঙ্গীরের সাথে ভিকটিমের সখ্যতার বিষয়টি জানতো। পুলিশের সন্দেহ এড়ানোর জন্য সে তার নিজের মোবাইলটিও বাড়িতে রেখে আসে।

পরিকল্পনা অনুযায়ী দেলোয়ার এবং লিলুফা ১৬ জুন রাতে চাঁদপুর থেকে মিতালি-৭ লঞ্চের ৩য় তলার এস-৩০৯ নম্বর কেবিনে ওঠেন। লঞ্চ ছাড়ার পর রাত ১২ টার দিকে সে বিয়ের প্রলোভন দেখিয়ে লিলুফাকে ধর্ষণ করে। রাত দেড়টার দিকে বিয়ের কথা নিয়ে ভিকটিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে সে ভিকটিমের গলা চেপে ধরে। পরে ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পিবিআই প্রধান বলেন, ভিকটিমের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন তথ্য-উপাত্ত ভিকটিমের মোবাইলে থাকায় সে ভিকটিমের দুটি মোবাইল ফোন নিয়ে বিদেশ চলে যায়। দেশে ফেরার সময় সেগুলো সাথে আনেননি দেলোয়ার। যেহেতু সেই মোবাইলগুলো উদ্ধার করা যায়নি, সেই আলামতও উদ্ধার করা যায়নি। দেলোয়ার মিজিকে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

ট্যাগ: দেলোয়ার মিজিনিলুফা বেগমপিবিআইমিতালি-৭লঞ্চে নারী খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোনালদিনহো

পরবর্তী

সামাজিক সচেতনতা ও শেখ হাসিনার সুনাগরিক গঠন কৌশল

পরবর্তী

সামাজিক সচেতনতা ও শেখ হাসিনার সুনাগরিক গঠন কৌশল

শেষ হল কোহলি-নাভিনের ‘যুদ্ধ’

সর্বশেষ

এক সপ্তাহের জন্য ইউক্রেনে ‘আংশিক যুদ্ধবিরতিতে’’ রাশিয়া

জানুয়ারি 30, 2026

পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিলেন তথ্য উপদেষ্টা

জানুয়ারি 29, 2026

আ’লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ’লীগ থাকবে: মাহফুজ আলম

জানুয়ারি 29, 2026

ছাদখোলা বাস, সংবর্ধনা এবং আরও সাফল্য তৃষ্ণায় শেষ ঘরে ফেরার আয়োজন

জানুয়ারি 29, 2026

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: রাজশাহী ও নওগাঁয় তারেক রহমান

জানুয়ারি 29, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version