স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার বিকেলে আলোচিত এ মামলায় চার্জশিট দাখিল করা হয়। এতে ২০ পৃষ্ঠার মূল চার্জশিটসহ ডকুমেন্টের সংখ্যা মোট ২ হাজার ৮৪ পৃষ্ঠা। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৯৭ জনকে ।
বিকেল সাড়ে তিনটার দিকে পিবিআইএর চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানার নেতৃত্বে পিবিআইএর একটি বিশেষ দল সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আলোচিত চার্জশিট বাক্স ভর্তি করে আদালতে নিয়ে আসেন।
প্রথমে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন মো. কামরুল হাসানের হাতে তুলে দেন। পরে তিনি সিএম এম আদালতে চার্জশিটের এই বিশাল বাক্স জমা দেন।
পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানা জানান, উক্ত চার্জশিটে মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, মিতু হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পিবিআই। চার্জশিটটি নথিতে সংযুক্ত করে শিগগির আদালতে উপস্থাপন করা হবে।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়ে সন্তানকে স্কুলে নেয়ার সময় সন্তানের সামনে নৃসংশভাবে হত্যা করে মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে এসপি বাবুল আকতার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১২ মে মিতুর পিতা মোশররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।
অন্যদিকে সাবেক এসপি বাবুল আক্তার আইনজীবীর মাধ্যমে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারাগারে জীবনের নিরাপত্তা চেয়ে আলাদা আলাদাভাবে পিবিআই প্রধানসহ কয়েক পুলিশের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছে মহানগর দায়রা জজ আদালতে । আগামী ১৯ তারিখ এসবের আদেশের দিন ধার্য করা হয়েছে।
বাবুল আক্তার এখন ফেনী কারাগারে বন্দি রয়েছেন।







