একবছর পেরোতেই বার্সেলোনা ছাড়তে হচ্ছে পাউ ভিক্টরকে। ন্যু ক্যাম্পে দীর্ঘসময় খেলার স্বপ্নে ভাটা পড়েছে। পর্তুগিজ ক্লাব ব্রুগেতে যাচ্ছেন। আনসু ফাতি, পাবলো তোরে ও অ্যালেক্স ভাল্লের মতো তরুণ প্রতিভাদের পর ভিক্টরকেও ছাড়ছে কাতালান ক্লাবটি।
আর্থিক জটিলতার কারণে এমন সিদ্ধান্ত বার্সার, খবর স্প্যানিশ গণমাধ্যমে। বোনাসসহ ১৫ মিলিয়ন ইউরোয় ব্রুগেতে যাচ্ছেন তিনি। আর্থিক টানাটানিতে ২৩ বর্ষী ভিক্টর এবং ২৭ বর্ষী দানি ওলমোকে প্রথমে লা লিগায় নিবন্ধনের অনুমতি পাননি বার্সার। পরে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে (সিএসডি) আপিল করে তাদের মৌসুমের বাকি সময়ে খেলানোর অনুমতি মেলে। নিকো উইলিয়ামসের বার্সায় না যাওয়ার একটি মূল কারণ এই নিবন্ধন জটিলতা।
ভিক্টকে ছাড়ার আরও একটি বড় কারণ হল, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাশ র্যাশফোর্ডের বার্সায় আসা। লেভান্ডোভস্কি ও ফেররান তরেসকে নিয়মিত খেলানোর ফলে ভিক্টরের খেলার সময় কমে এসেছিল। কাতালানদের হয়ে ২৯ ম্যাচে মাঠে নেমে কেবল দুটি গোল ও একটি অ্যাসিস্ট সঙ্গী করে ন্যু ক্যাম্প ছাড়ছেন ভিক্টর।









