চলতি অ্যাশেজে ব্যাটিং-বোলিং দুই বিভাগে সমান তালে পারফরম্যান্স দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। ইতিমধ্যে অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেডে তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট, নাথান লায়নের শিকার ২টি। তাতেই গ্লেন ম্যাকগ্রেথকে টপকে অজিদের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে চলে এসেছেন লায়ন, সামনে শুধুই শেন ওয়ার্ন। এদিকে মিচেল জনসনকে পিছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন কামিন্স।
অ্যাশেজের প্রথম দুই টেস্টে চোটের কারণে খেলেননি কামিন্স। কেবল প্রথম টেস্টে স্কোয়াডে ছিলেন লায়ন, প্রথম ইনিংসে ২ ওভার বোলিং করেন, পাননি কোন উইকেট। অবশ্য সেই দুই টেস্টে মিচেল স্টার্ক চালিয়েছেন বোলিং তাণ্ডব।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভারে লায়ন তুলে নেন ২ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারে ৫৬৪তম উইকেট। ৫৬৩টি উইকেট নেয়া ম্যাকগ্রেথকে টপকে গেছেন তিনি, ৭০৮টি উইকেট নেয়া কিংবদন্তি ওয়ার্ন আছেন তার উপরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লায়ন দ্বিতীয় ইনিংসে কেবল ৬ ওভার বোলিং করেছেন, তবে এখনও তিনি কোন উইকেট নিতে পারেননি।
একই ম্যাচে, প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। তাতে ক্যারিয়ারের ৩১৫তম শিকার কামিন্স টপকে গেছেন মিচেল জনসনকে। অজিদের হয়ে ৩১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় জনসনকে পেছনে ঠেলে ছয়ে উঠে এসেছেন কামিন্স। তার উপরে ৩৫৫ উইকেট নিয়ে পাঁচে আছেন ডেনিশ লিলে।
এ তালিকায় ৪২১ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন মিচেল স্টার্ক। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি নিয়েছেন এক উইকেট। তবে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি নেন ১০ উইকেট এবং দ্বিতীয় টেস্টে নেন ৮ উইকেট।
তবে টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক, তার পরেই ৪১৪ উইকেট নেয়া পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের নাম।









