ট্রেনে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে উল্লেখ করে রেলপথবিষয়ক মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ করলে তা রোধ সম্ভব নয়। ট্রেনে তারা যাত্রী বেশে উঠে আগুন দিচ্ছে। এটা ঠেকানো সম্ভব না।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেল ভবনে রাজধানীর তেজগাঁওয়ে রেলে আগুনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের আগুনের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্তে কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এছাড়াও ট্রেন চলাচলের আগে ঝুঁকিপূর্ণ জায়গায় ট্রলি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিশেষ নিরাপত্তায় আগামী কয়েক দিনের মধ্যেই আনসার নামানো হবে। তবে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। এটা রাজনৈতিক নয় সন্ত্রাসী কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মা ও শিশু ছেলে সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।








