স্পেনের পালমা ডি মালোরকা বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আগুনের সতর্কবার্তায় উড়োজাহাজ থেকে লাফিয়ে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালু হওয়ার পরে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আজ শনিবার এ ঘটনা ঘটে।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগুনের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি বিভাগে খবর দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুইটি বেসিক এবং দুইটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এছাড়াও বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক দল এবং সিভিল গার্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উড়োজাহাজের যাত্রীদের জরুরি নির্গমন দরজা দিয়ে বের করে আনা হয়। অনেক যাত্রী আতঙ্কে উড়োজাহাজের ডানার উপর উঠে পড়েন এবং সেখান থেকে সরাসরি নিচে লাফিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় যাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন এবং উড়োজাহাজের ডানার উপর উঠে সেখান থেকে লাফ দিচ্ছেন।
বিমানবন্দরের আঞ্চলিক জরুরি সমন্বয়ক কেন্দ্রের মুখপাত্র বলেন, বিমান থেকে লাফিয়ে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে উড়োজাহাজ সংস্থাটি জানায়, পালমা থেকে ম্যানচেস্টারগামী বিমানটি উড্ডয়নের সময় ভুলবশত আগুন লাগার সতর্কবার্তা দিয়ে ফেলে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।









