সাউথ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় দুজনকে জীবিত পাওয়া গেছে। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এমন তথ্য জানিয়েছে।
বিধ্বস্ত বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল। সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু মুয়ানে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া ও আগুন দেখা গেছে।









