রাজধানীর রামপুরায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বিটিভি ভবনের কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, রাজধানীর পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানার পাশে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।









