জুটি হিসেবে দর্শকের কাছে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছেন পার্থ শেখ ও আইশা খান। দুজনেই এ প্রজন্মের অভিনয় শিল্পী। ইতোমধ্যে তাদের অভিনীত কয়েকটি নাটক দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেছে। এবার পার্থ-আইশা জুটিবদ্ধ হয়ে ‘তবুও এসেছিলো প্রেম’ নামে একটি নাটকে অভিনয় করলেন।
আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি শুটিং শেষ হওয়া এ নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল।
গল্পে দেখা যাবে, ভার্সিটি পড়ুয়া পার্থ শেখের একটি ফুলের দোকান রয়েছে। সেখানে পরিচয় হয় অভিজাত পরিবারের রাশভারী স্বভাবের মেয়ে আইশা খানের সঙ্গে। এখান থেকে গল্প বিভিন্ন টার্ন ও নাটকীয়তার মোড় নেয়।
নাটকটি দর্শকরা তৃপ্তি নিয়ে উপভোগ করবেন বলে জানান পার্থ। তিনি বলেন, অনেক ধরনের গল্পে কাজ করা হচ্ছে। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ‘তবুও এসেছিলো প্রেম’-এর গল্পটা শুনেই আমাকে টেনেছিল। আমি আশাবাদী কাজটি নিয়ে।
স্যাড রোম্যান্টিক এ নাটক নিয়ে অভিনেত্রী আইশা খান বলেন, গত বছরের শেষ দিক থেকে চেয়েছিলাম গল্প চরিত্র পছন্দ না হলে কাজ করবো না। সেদিক থেকে ‘তবুও এসেছিলো প্রেম’ আমার পছন্দের স্ক্রিপ্ট। সৌভাগ্যবশত এমন ব্যতিক্রমী গল্পই আমার বছরের শুরুতে কাজ করা হচ্ছে।
মাকসুদুর রহমান বিশাল জানান, গত দেড় মাস এই গল্পটি নিয়ে প্রি-প্রডাকশনে কাজ করেছেন। তিনি বলেন, গল্পটা আমাকে এত টেনেছে যে কবে নির্মাণ করবো ভিতরে একটা তাড়না অনুভব করছিলাম। অবশেষ শুটিং করে ফেললাম। ভ্যালেনটাইনে নাটকটি দর্শক দেখতে পারবেন।









