রীতিমতো উড়ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচে ১৫ জয় তুলেছে। ভিনসেন্ট কোম্পানির দল চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে এই সাফল্য ধরে রেখেছে। পিএসজি কোচ লুইস এনরিকের কাছে ব্যাপারটা অসাধারণ মনে হলেও, মনে করছেন ঘরের মাঠে বায়ার্নকে আটকাতে সক্ষম তার দল। তার মতে, প্যারিসের পরিবেশে বায়ার্নের বিপক্ষে নামতে গত আসরের চ্যাম্পিয়নদের জন্য সুবিধাজনক হবে।
ম্যাচের আগে এনরিকে বায়ার্নকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেই আত্মবিশ্বাসী থাকতে বলেছেন, ‘এ ম্যাচে নির্ধারিত হবে না ইউরোপের সেরা দল কে, তবে ঘরের মাঠে নিজের দলের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। ইউরোপের সেরা দল কে, তা জানতে আমাদের মৌসুমের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে। দল ট্রফি জিতেছে সেটাই আসল কথা। এই মুহূর্তে বায়ার্ন খুব শক্তিশালী, তারা সবসময়ই এমন থাকে। আমরা জানি ম্যাচ কতটা কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।’
‘এটা দারুণ এক ম্যাচ হতে চলেছে। আমরা একইধরনের খেলার পরিস্থিতি এবং একইরকম খেলার নীতিতে মনোযোগ দেব। টানা ১৫ ম্যাচ জেতা সত্যিই অসাধারণ, কিন্তু পার্ক দে প্রিন্সেসে, আমাদের সমর্থক ও এমন পরিবেশের সঙ্গে আমরা তাদের চাপ কাটিয়ে ওঠার আত্মবিশ্বাস রাখি।’
ব্যালন ডি’অর জয়ী উসমানে ডেম্বেলে চোট থেকে ফেরার পর চার ম্যাচ খেলেছেন, মাত্র একটিতে ছিলেন প্রথম একাদশে। এনরিকে জানিয়েছেন ফরাসি উইঙ্গার বায়ার্নের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত, তবে কতক্ষণ খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।
‘উসমানে সম্পূর্ণ ফিট। গত কয়েক সপ্তাহে তিনি সব অনুশীলনে অংশ নিয়েছেন, শেষ দুটি ম্যাচেও খেলেছেন এবং শারীরিকভাবে অনেক উন্নতি করেছেন। তিনি অবশ্যই মঙ্গলবার খেলবেন, যদিও জানি না কত মিনিট, তবে তিনি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আমরা ঠিক করব কতক্ষণ খেলবেন।’
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে পিএসজি শীর্ষে ও বায়ার্ন দুইয়ে রয়েছে। দল দুটি প্রথম তিন ম্যাচ সবকটি জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ চার ম্যাচে পিএসজি একটি গোলও করতে পারেনি, যা কোন প্রতিপক্ষের বিপক্ষে তাদের সবচেয়ে দীর্ঘ গোলশূন্যের ধারা। এ চার ম্যাচে বায়ার্নের বিপক্ষে হেরেছিল লুইস এনরিকের শিষ্যরা। তবে জুলাইতে ফিফা বিশ্বকাপে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে বিদায় করেছিল ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার রাতে প্যারিসে পিএসজির বিপক্ষে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।









