ফ্রান্সের পুলিশ প্যারিস অলিম্পিকের মশাল রিলের জন্য নির্বাচিত হওয়া ১৩ জনকে অংশ নিতে দেবে না। ৮০ দিনব্যাপী রিলের জন্য ১২ হাজার মানুষকে বাছাই করা হয়েছে। মার্সেইতে আগামী ৪মে শুরু হবে রিলে। প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার দিন ২৬ জুলাই যেটি শেষ হবে।
রিলেতে ১৩ জনকে অংশ নিতে না দেয়া প্রসঙ্গে সোমবার জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। বলেন, ‘যাচাই প্রক্রিয়ায় ১৩টি অসঙ্গতিপূর্ণ নোটিশ পাওয়া গেছে। যার হার খুবই কম, মাত্র ০.১০ শতাংশ।’
‘অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার রেকর্ড ১০ জনের নামে রয়েছে, যার অধিকাংশ মাদক সংক্রান্ত। অন্য ৩ জনকে উগ্র ইসলামপন্থী, বিদেশি হস্তক্ষেপ বা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ইস্যুতে যোগসূত্রের জন্য গোয়েন্দা সংস্থাগুলো তাদের অংশগ্রহণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। যাচাই প্রক্রিয়ার দক্ষতা এবং সম্ভবত ভেতর থেকে মশাল রিলেকে ব্যাহত করার জন্য কিছু লোকের পরিকল্পনার উপর সন্দেহ জাগায়।’
রিলে চলাকালীন মশাল প্রজ্বলিত থাকা অবস্থায় তা বহনের সময় ১০০ জন বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তা বাহিনী, মোটরবাইক দল, দ্রুত ব্যবস্থা গ্রহণে নিয়োজিত বাহিনী, অ্যান্টি-ড্রোন বিশেষজ্ঞ এবং সন্ত্রাসবিরোধী পুলিশ এতে অংশ নেবে।








