অনুশীলনের সময় ঊরুর চোটে পড়ায় প্যারিস অলিম্পিকে রাফায়েল নাদালের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্পেনিয়ার্ডের কোচ কার্লোস মোয়া এমন আশঙ্কার কথা সামনে এনেছেন।
রোলাঁ গারোঁয় ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা নাদালের অলিম্পিকে ছেলেদের একক ও স্বদেশি কার্লোস আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলার কথা রয়েছে। হাঙ্গেরিয়ান মার্টন ফুকসোভিক্স এককের প্রথম রাউন্ডে নাদালের প্রতিপক্ষ।
স্প্যানিশ রেডিওকে মোয়া বলেছেন, ‘গতকাল সকালে তার কিছুটা অস্বস্তি ছিল। বিকেলে অবস্থা আরও খারাপ হয়। আরও অবনতির আগে অনুশীলন থামানোর সিদ্ধান্ত নিয়েছিল।’
৩৮ বর্ষী নাদাল অনুশীলনে জোর দেবেন না এবং সুস্থ হয়ে ওঠার বিষয়টি পর্যবেক্ষণে থাকবে, জানিয়েছেন মোয়া। বলেছেন, ‘আমরা দেখব শনিবার পর্যন্ত সে কেমন অবস্থায় থাকে। খেলবে নাকি খেলবে না, তা নিয়ে কোনকিছুর নিশ্চয়তা দিতে পারছি না। এ মুহূর্তে তার বিশ্রাম ও চিকিৎসা দরকার।’
‘স্পষ্টতই এই অলিম্পিক খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর ধরে এটা তার ক্যালেন্ডারে চিহ্নিত করে রেখেছে। সে জন্মগতভাবে প্রতিদ্বন্দ্বী। একক এবং দ্বৈত খেলতে চায়। আলকারাজের সাথে দ্বৈত ইভেন্টে খেলা নিয়ে খুব রোমাঞ্চিত। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’
নাদালের ঝুলিতে রয়েছে দুটি অলিম্পিক পদক, একটি একক ও একটি দ্বৈতে স্বর্ণপদক। ২০০৮ বেইজিং অলিম্পিকে একক এবং ২০১৬ রিও অলিম্পিকে দ্বৈত ইভেন্টে মার্ক লোপেজের সঙ্গে সোনা জেতেন।
নিতম্বের চোট নিয়ে দীর্ঘ অনুপস্থিতির পর নাদাল এবছর প্রতিযোগিতামূলক আসরে ফিরেছেন। নুনো বোর্হেসের কাছে হারার আগে গত সপ্তাহের শেষে বাস্তাদে ২০২২ সালের পর প্রথম এটিপি ফাইনালে পৌঁছেছেন।









