প্যারিস অলিম্পিকে আর্চারির ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে রাউন্ড অব সিক্সটি ফোরে নেমেছিলেন বাংলাদেশের সাগর ইসলাম। টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ইতালির মাউরো নেসপোলির কাছে সরাসরি সেটে হেরে অলিম্পিক যাত্রা শেষ করেছেন সাগর।
ইনভেলিদেস ভেন্যুতে বুধবার বিকেলে ইতালির মাউরো নেসপোলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন সাগর। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে তাকে হারিয়েছেন মাউরো। ২৫ জুলাই ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়ে প্রথম রাউন্ডে এসেছিলেন ১৮ বর্ষী সাগর।
একমাত্র বাংলাদেশি হিসেবে সাগর এবারের অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। বাংলাদেশের বাকি অ্যাথলেটরা ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অংশ নেন। সেইন নদীতে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে তিনি লাল-সবুজের পতাকা বহন করেন।
ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে আর্চাররা ৭২টি করে তীর মারেন। মোট ৭২০ পয়েন্টের মধ্যে সাগর ৬৫২ পয়েন্ট আদায় করেন। সাগরের প্রতিপক্ষ নেসপোলি ৬৭০ পয়েন্ট নিয়ে ২০তম হয়ে আসেন।









