প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে রোইংয় এইটে ছেলেদের ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে গ্রেট ব্রিটেন। ২০১৬ সালের রিও অলিম্পিকের সোনা জয়ের পর ২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল দেশটি। এবার আবার স্বর্ণ নিজেদের করে নিল ব্রিটেন।
স্বর্ণ জয়ের পথে ৫ মিনিট ২২.৮৮ সেকেন্ড সময় নিয়েছে ব্রিটেন। ৫ মিনিট ২৩.৯২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে নেদারল্যান্ডস। ৫ মিনিট ২৫.২৮ সেকেন্ড ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের।
মেয়েদের এইটে স্বর্ণ পদক জিতেছে রোমানিয়া। রৌপ্য জিতেছে কানাডা এবং ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।









