Advertisements
প্যারিস অলিম্পিকে প্রথম জয়ের দেখা পেয়েছে হাঙ্গেরি। মেয়েদের ভলিবলে জয় এনেছে দেশটি। ব্রাজিলকে ২৫-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে।
গ্রুপ ‘বি’তে একটি করে জয় পেয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও হাঙ্গেরি। সব দলের আপাতত দুই পয়েন্ট করে জমেছে। নেদারল্যান্ডস ও ফ্রান্স একটি করে ম্যাচ কম খেলেছে।
মেয়েদের ভলিবলে অ্যাঙ্গোলা, স্পেন জয়হীন রয়েছে।









