প্যারিস অলিম্পিক স্মরণীয় করে রাখলেন ফরাসি অ্যাথলেট লিও মারশাঁ। দুদিন আগে কিংবদন্তি সাবেক সাঁতারু মাইকেল ফেলপসের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির রেকর্ড ভেঙে জিতেছেন সোনা। এবার এমন এক কীর্তি গড়লেন যা নেই বিশ্বের অন্যকোনো সাঁতারুর। একইদিনে দুই ঘণ্টার ব্যবধানে স্বর্ণ পদক জিতেছেন ফরাসি তারকা। দুটো ইভেন্টেই গড়েছেন বিশ্বরেকর্ডের কীর্তি।
আসরের পঞ্চম দিনে বৃহস্পতিবার রাতে শুরুতে রেকর্ড গড়ে ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ জেতেন ২২ বর্ষী মারশাঁ। সময় নেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড। যার মাধ্যমে ভেঙেছেন টোকিওতে গড়া হাঙ্গেরির ক্রিস্তফ মিলাকের রেকর্ড। টোকিওতে মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। এবার মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন তিনি। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।
সেটির ঘণ্টা দুয়েক পরই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন মারশাঁ। অলিম্পিক সাঁতারে একইদিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিততে পারেননি আর কেউ। সবমিলিয়ে এবারের অলিম্পিকে মারশাঁর তৃতীয় স্বর্ণ পদক। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-ক্রুক ২ মিনিট ৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের কাসপার কোরবু।









