প্যারিস অলিম্পিকে শেষদিনে মেয়েদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। প্যারিসে এটি তার তৃতীয় পদক, ক্যারিয়ারে ষষ্ঠ।
আসরের ১৬তম দিনে রোববার মেয়েদের ম্যারাথনে সিফান সময় নেন রেকর্ড ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন ইথিওপিয়ার টিগস্ট আসেফা। ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড সময় নেন ব্রোঞ্জজয়ী কেনিয়ার হেলেন ওবিরি।
এবারের গেমসে মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটারেও সিফান জিতেছেন ব্রোঞ্চ পদক। এই তিন ইভেন্টে সবশেষ ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে পদক জয়ের কীর্তি গড়েছিলেন এমিল জাতোপেক। চেক রিপাবলিকের দৌড়বিদ অবশ্য কীর্তি গড়েছিলেন ছেলেদের ইভেন্টে।









