প্যারিস অলিম্পিকে ১১তম দিনে ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জিতেছেন জার্মানির ক্রিস্টিয়ান কুকুক। তিনজন সেরা রাইডার নিয়ে হয় এ ইভেন্টের সোনা নির্ধারণ।
আসরে মঙ্গলবার এ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন সুইজারল্যান্ডের স্টিভ গুয়েরদাত এবং ব্রোঞ্জ গেছে নেদারল্যান্ডসের মাইকেল ফন ডার ভ্লুতেনের হাতে।
এই পদক জয়ের মধ্য দিয়ে এপর্যন্ত ৮টি স্বর্ণ জিতেছে জার্মানি। ৪টি রৌপ্য, ৪টি ব্রোঞ্চসহ ১৭টি পদক নিয়ে সোনা জয়ের তালিকায় নয় নম্বরে রয়েছে দেশটি।









