ছেলেদের ২০ কিলোমিটার হাঁটার রেসে স্বর্ণ পদক জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিন্টাডো। ২০১৬ রিও অলিম্পিকে ৩৭তম এবং ২০২০ টোকিও অলিম্পিকে ১২তম স্থানে থেকে আসর শেষ করা পিন্টাডো এবার সেরা হলেন।
প্যারিস অলিম্পিকে ষষ্ঠ দিনে প্রথম সোনার ইভেন্টে ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ডে সীমানা অতিক্রম করেন পিন্টাডো। জয়ের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সিইউ উদযাপন করেন ২৯ বর্ষী অ্যাথলেট।
ব্রাজিলের কাইও বনফিম ১ ঘণ্টা ১৯ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক এবং স্পেনিয়ার্ড আলভারো মার্টিন বনফিমের চেয়ে ৩ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ পদক জেতেন।
প্যারিস অলিম্পিকে ইকুয়েডরের হয়ে যেকোনো ইভেন্টে প্রথম সোনা এলো পিন্টাডোর হাঁটা ধরেই।









