অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় ম্যাথিউ ডউসন অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন। চিকিৎসকের সাথে পরামর্শের পর জানতে পারেন চোট সারতে দীর্ঘ সময়ের প্রয়োজন। কিন্তু দলের সাথে প্যারিস অলিম্পিকে যোগ দেয়ার জন্য মরিয়া ছিলেন ডউসন। সেজন্য আঙুলটাই কেটে ফেলেছেন।
৩০ বর্ষী ডউসন পার্থে অনুশীলনের সময় ডানহাতের আঙুলে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে জানান যে, সেরে উঠতে যেমন সময়ের প্রয়োজন তাতে তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলতে যেতে পারবেন না।
ডউসনের সতীর্থ আরান জালেউস্কি জানিয়েছেন, ‘দল কিছুটা ধাক্কা খেয়েছে। আমরা আসলে জানি না কী চিন্তা করব। তখন আমরা জানতে পারলাম তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং নিজের আঙুল কেটে ফেলেছেন।’
‘যখন জীবনের সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করবেন, তখন সিদ্ধান্ত নেয়া আপনার জন্য সহজ হবে। আমরা তার সাথে আছি। তার সিদ্ধান্তকে সমর্থন করছি। গত সোমবার আমরা একটি ম্যাচ খেলেছিলাম এবং তাকে পুরোপুরি সুস্থ দেখেছি। আশা করছি পুরো আসরে আমাদের সাথে খেলতে পারবে।’









