প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পেল চীন। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে সাউথ কোরিয়াকে ১৬-১২ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জেতেন হুয়াং ইউতিং এবং শেং লিহাও জুটি।
১০ মিটার এয়ার রাইফেলে এবারের আসরে প্রথম রৌপ্য পদক পেল সাউথ কোরিয়া। কিম জিহিয়েওন এবং পার্ক হাজুন জুটি পদক জিতলেন।
এর আগে ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিয়ে প্যারিস অলিম্পিকের প্রথম পদক পায় কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে ১৭-৫ ব্যবধানে হারায় কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।









