প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ড ফুটবল দলের অনুশীলনে ড্রোন দিয়ে নজরদারি করায় ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন কানাডার নারী জাতীয় দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যান। তাকে একবছরের নিষেধাজ্ঞাও দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও দুঃসংবাদ পেলো দলটি, অলিম্পিকে গ্রুপপর্ব থেকে কাটা হয়েছে কানাডার ৬ পয়েন্ট।
ফিফা জানিয়েছে, শাস্তি হিসেবে দলটির এই পয়েন্ট কাটা হয়েছে। দলটির দুই অফিসিয়াল জোসেপ লোমবার্ডি ও জেসমিন ম্যান্ডেরকেও একবছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
পয়েন্ট হারিয়ে বেশ বিপদে পড়ে গেল গতবারের স্বর্ণজয়ী কানাডা। টেবিলের বেশ পিছিয়ে পড়ল তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে ৩ পয়েন্ট পেলেও ৬ পয়েন্ট কাটার কারণে বর্তমানে তাদের পয়েন্ট (-৩)। ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্সের মেয়েরা। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডা মুখোমুখি হবে ফ্রান্স।
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই প্রধান কোচ প্রিস্টম্যানকে সরিয়ে দেয়ার প্রেক্ষিতে সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স টুর্নামেন্টের বাকি অংশে কানাডার দায়িত্বে থাকছেন। সেন্ট-এতিয়েনে নিউজিল্যান্ডের অনুশীলন সেশনে একটি ড্রোন ওড়ানোর জন্য ফরাসি কর্তৃপক্ষ এক সদস্যকে আটক করেছিল। পরে জানা যায়, প্রতিপক্ষের অনুশীলন সম্পর্কে গোপনে জানার জন্য কানাডা দল ড্রোন ওড়ানোর পরিকল্পনায় জড়িত।









