প্রতিদ্বন্দ্বীকে ধাক্কা দেয়ার অভিযোগে ডিসকোয়ালিফাইড করা হয়েছিল কেনিয়ার ফেইথ কিপইয়েগনকে। অ্যাথলেটিকসে মেয়েদের পাঁচ হাজার মিটার দৌড়ে দ্বিতীয় হয়ে রেস শেষ করলেও পদক জেতা হয়নি তার। পরে আপিল করে রৌপ্য জিতেছেন কিপইয়েগন।
পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন আরেক কেনিয়ান বিয়াট্রিস চেবেত। ফেইথ কিপইয়েগনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরই প্রথম হয়েছিলেন। কিপইয়েগন দ্বিতীয় হলেও দৌড়ের এক পর্যায়ে ইথিওপিয়ার গুদাফ সেগাইকে ধাক্কা মারার অভিযোগে তাকে ডিসকোয়ালিফাইড করা হয়। রৌপ্য দেয়া হয় নেদারল্যান্ডসের সিফান হাসানকে।
সিদ্ধান্ত মেনে না নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে আপিল করে কেনিয়া অ্যাথলেটিকস ফেডারেশন। আপিলে জিতে যান তারা। ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সিদ্ধান্ত অনুযায়ী, কিপইয়েগনকে রৌপ্য দেয়ার কথা জানানো হয়। সিফানকে দেয়া হয় ব্রোঞ্জ। এতে কপাল পুড়েছে ইতালির নাদিয়া বাত্তোক্লেত্তির। পদক তালিকা থেকে নেমে যেতে হয়েছে তাকে।









