প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগেই শুরু হওয়া ফুটবল ইভেন্টে হার দিয়ে আসর শুরু করেছে আর্জেন্টিনা। আফ্রিকার দেশ মরক্কোর সাথে ২-১ গোলে হেরেছে আকাশী-নীলরা। অপর ম্যাচে জয় পেয়েছে স্পেন, উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে তারা।
জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে নামা বিশ্বজয়ী আর্জেন্টিনা ও মরক্কোর লড়াই প্রথমার্ধে তেমন জমছিল না। ৩৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন মরক্কোর ইলিয়াস আখোমাছ। প্রথমার্ধের যোগ করা সময়ে ধাক্কা খায় আর্জেন্টিনা, শেষ মিনিটে গোল করে মরক্কো।
সিনিয়র দলের ডিফেন্ডার আশরাফ হাকিমির করা অ্যাসিস্টে গোল করে মরক্কোকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের উত্তাপহীনতায় কিছুটা প্রাণ ফেরে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মরক্কো। ফিরে আবারও ধাক্কা খায় আর্জেন্টিনা, প্রথমার্ধে গোল করা রাহিমি আবারও গোল করেন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন তিনি।
৬৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। আসরে জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন। ২-১এ নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময় আসে।
যোগ করা সময়ের ১৬ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনা জালের দেখা পেয়েছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে শেষ হতে চলেছে। এ সময় মরক্কোর সমর্থকরা মাঠে বোতল ছুড়তে শুরু করে। গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলা দুই ঘণ্টা বন্ধ থাকে।
আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল করে। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে তিন মিনিটের মতো খেলা চলে। খেলার বাকি সময়ে আর গোল না পাওয়ায় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
পার্ক ডে প্রিন্সেসে গ্রুপ ‘সি’র ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায় স্পেন। ২৯ মিনিটে অ্যাবেল রুইজের অ্যাসিস্টে গোল করেন মার্ক পিউবিল। ব্যবধান খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে ইনজুরি টাইম দেয়া হয় ৯ মিনিট, তিন মিনিটের সময় গোল করে উজবেকিস্তান। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান এলডোর শোমুরোডভ। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
বিরতির পর নেমে আবারও গোলের দেখা পায় স্পেন। এবার গোল করেন সার্জিও গোমেজ। ৬২ মিনিটে হুয়ান মিরান্ডার অ্যাসিস্টে আসে গোলটি। জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।









