প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে উদ্বোধনী দিনে মরক্কোর বিপক্ষে বিতর্ক ছড়ানো ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচের পর ‘নিয়মের বরখেলাপ’ হয়েছে এমন অভিযোগ তুলে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই অভিযোগ নাকচ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এএফএ প্রধান ক্লদিও তাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি মরক্কোর বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে আমাদের দায়ের করা প্রতিবাদ প্রত্যাখ্যান করেছে। আমাদের অধিকার রক্ষার জন্য এএফএ জানতে চাইবে যে, সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেয়া হয়েছিল এবং প্রাসঙ্গিক আপিলগুলো মূল্যায়ন করা হবে।’
গত বুধবার আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলের উদ্বোধন হয়। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার এবং দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে হয়।
২-২ গোলে সমতায় থাকা ম্যাচ দুই ঘণ্টার বিরতি দিয়ে খেলায় ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডে বাতিল করা হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দীর্ঘ বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছিল।









