মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছেন দুর্ঘটনায় নিহত ও আহতের স্বজনরা। স্কুলে বাধ্যতামূলক কোচিং করানোর তীব্র প্রতিবাদও জানান তারা।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচিতে অভিভাবকরা বলেন, বিমান দুর্ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই।
কয়েকজন শিক্ষককে অপসারণের পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি জানিয়ে অভিভাবকরা বলছেন, কর্তৃপক্ষ স্কুলের অস্তিত্ব টিকে থাকবে কি না, তা নিয়েই চিন্তিত। তাই স্কুল থেকে তাদের কোন ধরনের সহযোগিতা করা হচ্ছে না।
স্বজনদের দাবি-ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা। পাশাপাশি মাইলস্টোনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।
নানা কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। ক্ষোভ থেকেই ৯ দফা দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেন তারা।









