কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। মুক্তির ৫০ তম দিন হয়ে গেলেও দর্শকের কাছে এখনও আগ্রহের শীর্ষে লাইভ টেকনোলজিস প্রযোজিত এ ছবি। মুক্তির ৫০ তম দিনে এসে ‘হাউজফুল’ চলতি বছরে সুপারহিট এই ছবি।
শুধু তাই নয়, ব্ল্যাকে টিকেট বিক্রি হতেও দেখা গেছে। প্রদর্শক সমিতি জানাচ্ছে, এতোদিন পরে এসেও সিঙ্গেল স্ক্রিনে ‘হাউজফুল’ ও ব্ল্যাকে টিকেট বিক্রি হওয়া চাট্টিখানা কথা নয়!
শুক্রবার ‘পরাণ’ দেখতে মধুমিতা হলে গিয়েছিলেন ছবির নায়ক শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফী। তারা জানান, ব্ল্যাকে টিকেট কিনে ছবি দেখেছেন। রাজ বলেন, পরিচালকসহ কয়েকজন দর্শক বেশে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। যাওয়ার আগেই কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। পরে ব্ল্যাকে টিকিট কেটে হলে ঢুকেছি। পরিচালক রাফী বলেন, মানুষের এই ভালোবাসা প্রকাশের অনুভূতি ভাষাতে প্রকাশ করতে পারবো না।

‘পরাণ’ মুক্তির অষ্টম সপ্তাহ চলছে। বর্তমানে ৩৩টি সিনেমা হলে চলছে ছবিটি। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে দেদারসে চলছে ‘পরাণ’। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, মুক্তির পর থেকে পরাণ যেভাবে দর্শক দেখতে এটা একপ্রকার রেকর্ড বলা যায়। বিদেশী ছবি শো কমিয়েও পরাণ শো বাড়াতে হয়েছে।
প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, নতুন করে আবার শ্যামলী, মধুমিতা, মধুবন (বগুড়া), রুটস সিনেক্লাব, নিউ মেট্রো ছাড়াও কয়েকটি হলে ‘পরাণ’ চালানো হচ্ছে। ঈদে মুক্তির প্রথমদিকে যেমন দর্শকের উন্মাদনা ছিল, ৫০ দিনের মাথাও এসেও দর্শক একই উচ্ছ্বাস নিয়ে ‘পরাণ’ দেখছেন। সিনেপ্লেক্সে এখনও টিকেট সংকট রয়েছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া থেকে ভালো সাড়া এসেছে। অচিরেই ইউরোপের তিনদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পরাণ’।

শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন খান, রাশেদ অপু ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মিম। অনেকেই বলছেন, গ্লামারহীন অনন্য চরিত্র দিয়ে মিম তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় দেখিয়েছেন। মিম বলেন, আগে অনেক ছবি করেছি। সেগুলো থেকে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু পরাণ আমাকে সবচেয়ে বেশি দর্শকের কাছে নিয়ে গেছে এবং অভিনয়ের প্রশংসা এসে দিয়েছে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।








