পশ্চিমবঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় বেশ জনপ্রিয়। তিনি কাজ করেছেন বলিউডেও। বাংলাদেশেও অভিনেতা পরমের পরিচিতি কম নয়। সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীর রাস্তায় হোটেল থেকে নেমে গাড়িতে উঠছিলেন, ক্ষণিকের মধ্যে পরমকে দেখে জড়ো হয়ে যায় মানুষজন!
এই পরিচিতির সুবাদে এদেশে পরমব্রত প্রথমে ‘ভয়ঙ্কর সুন্দর’ এবং পরে ‘ভূবন মাঝি’ এবং ‘আজবকারখানা’ নামে মোট তিনটি সিনেমা করেছেন। এছাড়া বিভিন্ন কাজে পরমের প্রায়ই ঢাকা আসা হয়। মাসখানেক আগেও এসেছিলেন। নিজের শহর কলকাতার মতো ঢাকার খাবার, টিভি চ্যানেল, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সড়কগুলো গড়গড় করে বলে দিতে পারেন ‘বাইশে শ্রাবণ’ সিনেমার এই অভিনেতা।
সোমবার সন্ধ্যায়র রাজধানীর সেরিনা হোটেলে তার সঙ্গে আলাপে বোঝা গেল ঢাকা শহর নিয়ে পরমের জানা শোনা বেশ ভালো। এখানকার শোবিজের খোঁজখবরও রাখেন তিনি।
কিন্তু এবার কী উদ্দেশ্যে ঢাকায় এলেন? চ্যানেল আই অনলাইনকে পরম পরিস্কার করে জানালেন না। শুধু বললেন, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর জন্য একটি কাজে এসেছি। সেটা জানতে ২৫ বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার জন্য এ কাজটি নতুন অভিজ্ঞতার হতে যাচ্ছে।
তবে খোঁজ নিয়ে জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বনের দীঘি’ নামে একটি ফটো স্টোরি কনটেন্ট নির্মিত হচ্ছে। যেখানে পরম হাজির হবেন রবীন্দ্রনাথের একটি উপনাস্যের মুখ্য চরিত্রে। রবীন্দ্র জয়ন্তীতে প্রকাশিত হবে কাজটি। যার মিডিয়া পার্টনার চ্যানেল আই।
এটিতে পরমের সঙ্গে থাকছেন বাংলাদেশের শ্রেয়া সেন, যিনি পেশায় পিজি হাসপাতালের চিকিৎসক, পাশাপাশি কবিতা চর্চা করেন।
পরিচালনা করছেন আলোকচিত্রী ফওজিয়া জাহান। তিনি বলেন, আমার আর্ট এক্সপ্রেশনের মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি। অনেকদিন ধরে চাচ্ছিলাম রবীন্দ্রনাথের কাজের সঙ্গে নিজের কাজকে কীভাবে সংযুক্ত করা যায়। আমার বিশ্বাস, সবার জন্য খুবই ভিন্নভাবে রবীন্দ্রনাথের একটি কাজে ভিন্নভাবে তুলে ধরবো।









