লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের সঙ্গে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। ম্যাচে রেফারির সঙ্গে বাকযুদ্ধ চলে লিওনেল মেসিদের। একপর্যায়ে প্যারাগুয়ের সমর্থকরা মেসির দিকে বোতলও ছুঁড়ে মারে। ঘটনায় কিংবদন্তির কাছে ক্ষমা চাইলেন দেশটির ডিফেন্ডার ওমর আলদেরেত।
প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে মেসিকে মূলত সহজাত খেলা খেলতে দেননি আলদেরেত। ইন্টার মিয়ামি তারকাকে বেশ কয়েকবার কড়া ট্যাকল করেছেন। একটা সময় মেসি রেফারি আন্দারসন দারঙ্কোর কাছে অভিযোগ করেন। তিনি তা আমলে নেননি। হতাশ হয়ে রেফারিকে উদ্দেশ্য করে সেসময় কিছুই একটা বলেছিলেন ৩৭ বর্ষী মেসি, যা ধরা পরে টিভি ক্যামেরায়।
সেই ঘটনা ছাড়াও আরেকবার কর্নার কিক নেয়ার সময় মেসির দিকে প্যারাগুয়ের সমর্থকরা বোতল ছুঁড়ে মারে। এই আচরণে দুঃখ প্রকাশ করেছেন আলদেরেত।
ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে আলদেরেত লিখেছেন, ‘প্রিয় লিও মেসি, তোমার দিকে কেউ বোতল ছুঁড়ে মেরেছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমার দেশের পক্ষ থেকে ক্ষমা চাইছি। তুমি এখানকার লাখো মানুষের জন্য আদর্শ এবং সারাবিশ্বের কাছেও। আমরা এই অসম্মানজনক আচরণের জন্য গভীরভাবে অনুতপ্ত, যেটাতে তোমার প্রতি আমাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে না।’









