দেশ ও দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আলোড়ন ফেলে দিয়েছিলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপপুণ্য’। মঙ্গলবার তারকাবহুল এই ছবিটি দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে সম্প্রচার হবে সেলিমের ‘পাপপুণ্য’।
এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।
বড় পর্দায় ‘পাপ পুণ্য’ মুক্তির প্রাক্কালে এই অভিনেতা নিজের অনুভূতি জানিয়েছিলেন এভাবে,“আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।”
চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।
মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। এরপর তিনি নির্মাণ করেছেন বহুল আলোচিত ছবি ‘কাজলরেখা’।









