এশিয়া সেরার লড়াইয়ে কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের আগে দল নির্বাচনে মধুর সমস্যায় রোহিতের ড্রেসিংরুম। বড় নামগুলো দলে ফেরায় জায়গা ছাড়তে হতে পারে ফর্মে থাকা রিশভ পান্ট ও দিনেশ কার্তিকের একজনকে। মাঠের লড়াইয়ের আগে এমন পরিস্থিতিকে টিম ম্যানেজমেন্টের জন্য ‘বড় মাথাব্যথা’ বলছেন চেতশ্বর পূজারা।
মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর ছোট সংস্করণে ভারতের নিয়মিত মুখ রিশভ পান্ট। আগ্রাসী ব্যাটিংয়ে যেকোনো সময়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন বাঁহাতি ব্যাটার। আছেন দুর্দান্ত ফর্মেও।
অন্যদিকে, সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে দলে ফেরা দিনেশ কার্তিক আছেন দারুণ ছন্দে। ব্যাট হাতে দলের ফিনিশারের ভূমিকা রাখছেন বেশ। খেলেছেন বছরের সবকটি টি-টুয়েন্টি সিরিজে। নামের পাশে এতসব দারুণ পরিসংখ্যান থাকলেও একাদশে জায়গা পাওয়ার শঙ্কায় আছেন ডানহাতি ব্যাটার।
মেগা টুর্নামেন্টকে সামনে রেখে দলে ফিরেছেন বিশ্রামে থাকা বিরাট কোহলি। ইনজুরি থেকে ফিরেছেন নিয়মিত ওপেনার লোকেশ রাহুল। উড়তে থাকা সূর্যকুমার যাদবের জায়গাও প্রায় চূড়ান্ত। এমন পরিস্থিতিতে মূল একাদশ থেকে কাকে বাদ দেয়া হবে সেটাই বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে।
টেস্টে নিয়মিত মুখ চেতশ্ব পূজারা বলছেন, ‘ম্যানেজমেন্টের জন্য অবশ্যই এটা একটা বড় মাথাব্যথা। এই ফরম্যাটে দুজনই খুব ভালো খেলছে। তবে পাঁচ নম্বরের জন্য চাচ্ছেন নাকি ৬-৭ নম্বরে একজন ফিনিশার চাচ্ছেন, তা জানলে হয়তো একাদশ সাজানো সহজ হবে।’
মধুর সমস্যার সমাধানও বাতলে দিলেন অভিজ্ঞ টেস্ট ব্যাটার। ৩৪ বর্ষী তারকার চোখে ফিনিশার হিসেবে কার্তিকে সেরা, অন্যদিকে মিডল অর্ডারে তার পছন্দ রিশভ পান্ট।
‘যদি ৫ নম্বরে কাউকে খেলাতে চান, তাহলে পান্টকে খেলানো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তবে যদি ভাবেন যে আপনার একজন ফিনিশার প্রয়োজন, যে কিনা ১০-২০ বল খেলে দলকে ৪০-৫০ রান এনে দেবে, তাহলে কার্তিককে একাদশে রাখতে বলব।’








