জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মেয়েদের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন নারী শিক্ষক না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। যে কারণে সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপক্ষে ২’জন নারী শিক্ষকের দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে তারা উল্লেখ করেছেন, হঠাৎ করেই তাদের মেয়েলী শারীরিক সমস্যার সৃষ্টি হলে সে বিষয়টা পুরুষ শিক্ষককে তারা বলতে পারেন না বা লজ্জা পান। তাদের অভিমত স্কুলে যদি কমপক্ষে এক/দু’জন নারী শিক্ষকও থাকত অন্তত তারা তাদের সমস্যার বিষয়টা সহজে বলতে পারতো এবং সমস্যার তাতক্ষণিক সমাধান পাওয়া সম্ভব হতো।
দশম শ্রেণীর ছাত্রী মুনিরা মেহজাবিন মিতু বলেন, আমরা যখন স্কুলের হয়ে উপজেলা জেলা এমনকি বিভাগীয় শহর রাজশাহীতে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাই তখন নারী শিক্ষক না থাকায় সীমাহীন সমস্যায় পড়তে হয়।
অষ্টম শ্রেণীর ছাত্রী সামিয়া জামান সারা বলেন, জাতীয় দিবস, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করে থাকি। নারী শিক্ষক না থাকায় বিভিন্ন সময় নানা বিড়ম্বনায় পরতে হয়। বিশেষ করে আমরা যখন যেমন খুশি তেমন সাজি এবং কোন অনুষ্ঠানে ব্যতিক্রম পোশাক ব্যবহার করতে হয় তখন সমস্যার পরিমাণ আরো বেশী হয়।
নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার বলেন, মেয়েদের শারিরীক নানা সমস্যা থাকে। এর মধ্যে অনেকের মিনস হয়। পেট ব্যাথা করে। কাপড়ে দাগ হয়। এই কথাগুলো তো আর স্যারদের বলা যায় না। যদি আমাদের স্কুলে নারী শিক্ষক থাকতো তাহলে এমন বিড়ম্বনায় পড়তে হতোনা। মেয়েদের কথা বিবেচনা করে দ্রুত এখানে অন্তত দুজন নারী শিক্ষক দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
অভিভাবকদের অভিমত, প্রতিষ্ঠানটি মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হলেও শুরু থেকেই নারী শিক্ষকের অভাব রয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী শিক্ষকের জন্য অনেকবার কর্তৃপক্ষর সু-দৃষ্টি কামনা করলেও কোন সুরাহা হয়নি। অথচ প্রাথমিক বিদ্যালয়ে দিকে তাকালে দেখবেন উল্টো চিত্র। ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষকই অধিক।
পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উদ্দিন মন্ডল বলেন, এ প্রতিষ্ঠানে কোন মহিলা সহকারি শিক্ষক নাই। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উল্লেখপূর্বক মহিলা শিক্ষকের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছি।







