Advertisements
পঞ্চগড়ে এক সময়ের খরস্রোতা নদীগুলো এখন পানিশূন্য। করতোয়াসহ জেলার প্রায় সব নদীই শীর্ণকায় খালে পরিণত হয়েছে। নদীতে নেই কোনো পানি প্রবাহ। নদীর বুকেই চাষ হচ্ছে ধান। সার ও কীটনাশক প্রয়োগে হুমকিতে পড়ছে জলজ উদ্ভিদ।






