রাজধানীর পল্টন বিজয়নগরে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন—এ কে আজাদ (৬৪) ও আব্দুল তাহির ভূঁইয়া মুকুট ( ২৮)।
বুধবার (২৯ নভেম্বর) বিকাল তিনটার দিকে ওই এলাকার কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।
বলাকা প্রেস অ্যান্ড বুক বাইন্ডিংয়ের ম্যানেজার আজাদ রিকশাযোগে এবং মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোটরসাইকেলআরোহী মুকুট ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার পথে বিস্ফোরণে আহত হন।
তাদেরকে চিকিৎসার জন্য বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আহতদের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণে আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে চিনতে পারেননি আহতরা।








