Advertisements
আবহমান বাংলার ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে খেজুর গুর, খেজুর রস। তবে সারাদেশের মতো শরীয়তপুরেও দিনে দিনে কমছে খেজুর গাছ। এতে শুধু বাঙালীর ঐতিহ্যবাহী শীতের পিঠাপুলির আনন্দ-উৎসবের উপলক্ষ্যই কমছে না, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্যও।






