বিপিএলে এবারের আসরে প্রথমবারের অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আলোচিত হওয়া অভিনেতা পলাশ। ম্যাচের সময় মাঠেই উপস্থিত ছিলেন পলাশ। তাকে মাঠে ডেকে নেন পাকিস্তানী উপস্থাপিকা জয়নব আব্বাস।
তিনি পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের বিষয়ে নানা প্রশ্ন করেন। সেসবের প্রশ্নের উত্তর পলাশ সাবলীলভাবে দেন। কিন্তু জয়নব যখন রোকেয়াকে নিয়ে প্রশ্ন করে বসলেন, তখন পলাশের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয়!
বিস্মিত পলাশ পাল্টা প্রশ্ন ছুঁড়লেন, ‘ওহ মাই গড তুমি রোকেয়ার বিষয়টা জানো?’ জয়নব আব্বাস বললেন, ‘হ্যাঁ আমি জানি।’
পলাশ বললেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে আছি। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতেছি।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে পলাশ বলেছিলেন, আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক এন্ড রোল থাকবে।
পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।









