যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু করতে চলেছে পাকিস্তান। ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে নটায় সহ-আয়োজক দেশটির মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন দল। তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন অবসর ভেঙে ফেরা তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেছেন, ‘সাইড স্ট্রেইন (পাজরের এক পাশে ব্যথা) ইনজুরিতে ভুগছেন ইমাদ ওয়াসিম। সে কারণে আমাদের ওপেনিং ম্যাচে তিনি খেলতে পারছেন না।’
চোটের কারণে ইমাদকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম। গত মাসে ইংল্যান্ডের সিরিজে চতুর্থ টি-টুয়েন্টির আগে অনুশীলনের সময় চোট পান ইমাদ। সে কারণে চতুর্থ ম্যাচটিও খেলা হয়নি তার। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেও ছিটকে গেলেন লেগস্পিন অলরাউন্ডার।
৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমাদকে পাওয়ার আশা করছেন বাবর। বলেছেন, ‘প্রথম ম্যাচে ইমাদ খেলতে পারবেন না, তবুও আমাদের আশা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য তিনি ফিট হয়ে উঠবেন।’
২০২৩ সালের শেষ দিকে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ইমাদ ওয়াসিম। পিসিবির অনুরোধে চার মাস পর চলতি বছর মার্চে অবসর ভেঙে ফেরেন এই স্পিন অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলছেন ইমাদ। ব্যাট হাতে ১৩৪.৭৬ স্ট্রাইকরেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে এ৬.৩০ ইকোনমিতে ৭০ উইকেট নেন এই অলরাউন্ডার।









