ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু হল পাকিস্তানের। নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে বাবর আজমের দল।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় গড়াবে লড়াই। সহ-আয়োজক দেশটির বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে নামছে পাকিস্তান। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র।
সাইড স্ট্রেইন (পাঁজরের এক পাশে ব্যথা) চোটের কারণে ইমাদ ওয়াসিমের না থাকার বিষয়টি আগেই জানিয়েছিল পাকিস্তান। তার পজিশনে শাদাব খানের উপর ভরসা রেখেছে। অন্যদিকে শ্যাডলি ফন শাল্কউইকের পরিবর্তে যুক্তরাষ্ট্রের একাদশে এসেছেন নশতুশ কেনজিগে।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।
যুক্তরাষ্ট্র দল
স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্দ্রিয়েস গাউস, অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমীত সিং, জশদীপ সিং, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, আলী খান।









