যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হার দিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় ৬ রানে। তৃতীয় ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বেরিয়েছে বাবর আজমের দল। কানাডাকে হারিয়েছে ৭ উইকেটে।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে কানাডাকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে দলটি। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
রানতাড়ায় নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভালো হয়নি। ২০ রানে ফিরে যান সাইম আয়ুব। ১২ বলে ৬ রান করেন তরুণ ওপেনার। দ্বিতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন রিজওয়ান। ৮৩ রানে বাবর ফিরে গেলে জুটি ভাঙে। ৩৩ বলে ৩৩ রান করেন পাকিস্তান অধিনায়ক।
চারে নামা ফখর জামান ব্যর্থ হন। ৬ বলে ৪ রান করে ফিরে যান। উসমান খানকে সঙ্গী করে নিজের ফিফটির পাশাপাশি দলের জয় নিশ্চিত করে পিচ ছাড়েন রিজওয়ান। দুটি চার ও এক ছক্কায় ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন এ ওপেনার। ১ বলে ২ রান করেন উসমান খান।
কানাডার হয়ে ডিলন হেইলিজার দুটি এবং জেরেমি গর্ডন এক উইকেট নেন।
এর আগে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অন্য দলগুলো ব্যাট করতে ভুগলেও শুরুতে দারুণ খেলেছে কানাডা। পাওয়ার প্লেতে সাদ বিন জাফরের দল দুই উইকেট হারিয়ে ৩০ রান তোলে। ওপেনার অ্যারন জনসনের ব্যাটে রান আসতে থাকে। এ সময় একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদি।
মধ্যবর্তী ১০ ওভারে আঘাত হানেন পেসার হারিস রউফ। এক ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি। এ সময় আমির ফিরে এসে আরও একটি উইকেট তুলে নেন। জনসনও ফিফটি তুলে নেন। ৪৪ বলে ৫২ রান করেন এ ওপেনার।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ একটি করে উইকেট নেন।









