ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ১২৭ রানে জিতেছে পাকিস্তান। বলের হিসেবে এটি পাকিস্তানের মাটিতে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের রেকর্ড গড়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাজিদ খান। সিরিজে ১-০তে এগিয়ে গেল শান মাসুদের দল।
মুলতান ক্রিকেটে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথম ইনিংসে সৌদ শাকিলের ৮৪ ও রিজওয়ানের ৭১ রানে ২৩০-এ থামে স্বাগতিকরা। বল হাতে জেডান সিলেস ও জোমেল ওয়ারিকান ৩টি করে উইকেট নেন। জবাবে ওয়ারিকানের ৩১ ও সিলেসের ২২ রানের পর সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে ১৩৭ রানে অলআউট হয় উইন্ডিজ। নেমান ৫টি ও সাজিদ নেন ৪ উইকেট।
পাকিস্তান প্রথম ইনিংসে ৯৩ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়। ক্রেইগ ব্র্যাথওয়েটদের লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান। শান করেন সর্বোচ্চ ৫২ রান। ওয়ারিকান নেন ৭ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে সফরকারীরা অলআউট হয় ১২৩ রানে। পাকিস্তান জয় পায় ১২৭ রানে। এবার সাজিদের ৫ উইকেটের পর আবরার আহমেদ নেন ৪টি।
মুলতান টেস্টে চার ইনিংস মিলিয়ে বল হয়েছে ১০৬৪টি, যা পাকিস্তানের মাটিতে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার রেকর্ড গড়েছে। দুদলের ৪০ উইকেট পড়ার পর রান হয়েছে ৬৪৭, যা এশিয়ায় হওয়া ম্যাচে তৃতীয় সর্বনিম্ন। ১৯৮০ সালের পর টেস্টের ইতিহাসে ৪০ উইকেট পড়া ম্যাচে চতুর্থ সর্বনিম্ন সর্বোমোট রান এটি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৫ জানুয়ারি মুলতানে।









