পাকিস্তানের কিছু নির্দিষ্ট এলাকায় ভারত হামলা চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পূর্ণ সামরিক অস্ত্র ব্যবহার করতে পারে।
রোববার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটি-তে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন।
মুহাম্মদ খালিদ জামালি বলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা করছে।
তিনি বলেন, আমাদের কাছে আসা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এরই মধ্যে পাকিস্তানের কিছু নির্দিষ্ট এলাকায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিকল্পনার বেশ কিছু নথিও ফাঁস হয়েছে। তাই আমাদের মনে হয় যে এটি ঘটতে চলেছে এবং এটি আসন্ন।

চলমান উত্তেজনাসহ সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিরুদ্ধে একজন ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তার দ্বারা প্রদত্ত পারমাণবিক প্রতিশোধের সবচেয়ে স্পষ্ট হুমকিগুলোর মধ্যে এটি অন্যতম মন্তব্য। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানে প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ শক্তি ব্যবহার করব।’
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর জামালির এই সতর্কীকরণ। এই ঘটনাটি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ভারত পাকিস্তানকে এই হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং সহায়তা দেওয়ার অভিযোগ করেছে, যদিও ইসলামাবাদ জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে, ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর বণ্টন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক সময়ের উত্তেজনা এবং যুদ্ধের মধ্যেও টিকে ছিল। যার ফলে এটিকে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরল স্থিতিশীল ব্যবস্থা হিসেবে দেখা হত।
জামালি ভারতের এই চুক্তি স্থগিত করাকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নিম্ন নদীর পানি দখল করার, তা বন্ধ করার, বা তা অন্যদিকে সরানোর যেকোন প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হবে এবং পূর্ণ শক্তির সাথে এর জবাব দেওয়া হবে।








