গল টেস্টের চতুর্থ দিন নিজেদের করে রাখল পাকিস্তান। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিকের ব্যাটে দুর্দান্ত শুরু পায় সফরকারীরা। ইমাম ও আজহার আলীর বিদায়ের পর বাবর আজমকে নিয়ে হাল ধরেন শফিক। সাবধানী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে দলকে জয়ের পথে এগিয়ে রেখেছেন ডানহাতি ব্যাটার।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের পেছনে ছুটতে নেমে চতুর্থ দিনের খেলায় ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছে পাকিস্তান। শেষদিনে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১২২ রান, হাতে আছে ৭ উইকেট।
আগেরদিনের ৯ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে এদিন আর ৮ রান যোগ করে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রবথ জয়সুরিয়াকে বোল্ড করে স্বাগতিকদের ৩৩৭ রানে আটকে দেন নাসিম শাহ। ১৩৯ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে যান দিনেশ চান্দিমাল।
৮৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নেওয়াজ। অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট গেছে নাসিম শাহ ও হাসান আলীর ঝুলিতে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৭ রান। ৩৫ রান করে রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে কাটা পড়েন ইমাম। বেশিক্ষণ থিতু হতে পারেননি আজহার আলী। জয়সুরিয়ার অফস্পিনে ধরা পড়েছেন স্লিপে।
তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে আসেন বাবর আজম। শফিককে সাথে নিয়ে সাবধানী ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের হতাশ করতে শুরু করেন ডানহাতি ব্যাটার। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি।
৫৫ রান করে অধিনায়ক বাবর যখন উইকেটে একদম সেট, তাকে বোল্ড করে দেন জয়সুরিয়া। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অন্যপ্রান্তে দিন শেষে ১১২ রানে অপরাজিত শফিক। সঙ্গী মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৭ রানে।







