আফগানিস্তানের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমিফাইনাল সমীকরণ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভালো কিছু করার জন্য সামনের প্রতিটি ম্যাচই জিততে হবে বাবর আজমের দলকে। পরবর্তী ম্যাচ উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দিয়েই পাকিস্তানের জয়ের ধারাবাহিকতা শুরু হবে বলছেন দলটির স্পিনিং অলরাউন্ডার শাদাব খান।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ডানহাতি এ অলরাউন্ডার জানান, ‘আমরা এখনও ভালো পারফর্ম করতে পারিনি। আমার মনে হয়, তিন ম্যাচে আমরা বাজে খেলিনি এবং সেটা আমরাও বুঝতে পারছি ভালো ক্রিকেট খেলছি না। আমাদের দল এমন অবস্থা থেকে এর আগেও ফিরে এসেছে এবং আশা করছি আবারও ভালোভাবে ফিরে আসব।’
‘আমি এটা আগেও বলেছি যে এমন অবস্থা থেকে বের হতে আমরা জানি এবং আমাদের বিশ্বাস সেই ভরসা জোগাচ্ছে। দলের উপর আমাদের পুরো বিশ্বাস আছে। বিশ্বকাপের আগে আমাদের দল যেমন খেলছিল বিশ্বকাপে এসে তেমন পারফর্ম করতে পারিনি, সবারই খারাপ দিন আসে। কাল থেকে আমাদের জয়ের প্রক্রিয়া শুরু করতে হবে এবং কাল থেকে আমাদের জয়ের ধারাবাহিকতা শুরু হবে।’
আগামীকাল শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।








