পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির প্যানেলভুক্ত হয়েছেন সালিমা ইমতিয়াজ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ায় এখন থেকে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনা করতে পারবেন ৫২ বর্ষী সালিমা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলে তার মনোনয়নের মাধ্যমে, সালিমা ইমতিয়াজ শুধু বাধাই ভাঙেননি, বরং পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেট পেশাদারদের জন্য একটি অনুপ্রেরণামূলক নজিরও স্থাপন করেছেন।’
সালিমা পিসিবির অধীনে ২০০৮ সালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২২ এবং ২০২৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসরে এবং ২০২৩ সালে হংকংয়ে এশিয়ান ইমার্জিং কাপে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে কুয়ালালামপুরে এসিসি ওমেন্স প্রিমিয়ার কাপে আম্পায়ার প্যানেলের অংশ ছিলেন।
সালিমা প্রতিক্রিয়ায় জানান, ‘আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ডেভেলপমেন্ট আম্পায়ার হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এই অর্জনের পথ প্রশস্ত করার অমূল্য সুযোগের জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পাকিস্তান-সাউথ আফ্রিকার মেয়েরা প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে আজ। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চালকের ভূমিকায় দেখা যাবে সালিমাকে।









